বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

১০ দিনে বাইতুল্লায় আড়াই কোটি মুসল্লি

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৫:৩৭ এএম

পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান বাইতুল্লা তথা মক্কার মসজিদে হারাম। সারা বছরই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা ওমরাহ পালন করতে আসেন এখানে। রমজানে ওমরাহ পালন করলে হজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। তাই অন্য সময়ের তুলনায় রমজানে ওমরাহ পালনকারীর সংখ্যা বেশি হয়।

এ বছর রমজানের প্রথম ১০ দিনে রেকর্ডসংখ্যক মুসল্লির উপস্থিতি ছিল মসজিদে হারামে। মসজিদে হারাম ও মসজিদে নববীর কার্যনির্বাহী প্রশাসনের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে ২ কোটি ৫০ লাখের বেশি মানুষ সেখানে সমবেত হয়েছেন।

প্রশাসন আরও জানিয়েছে, ওই সময়ের মধ্যে ৫৫ লাখের বেশি মুসলমান ওমরাহ পালন করেছেন। পবিত্র মাসে বিপুলসংখ্যক মুসল্লির সুষ্ঠু ব্যবস্থাপনার অংশ হিসেবে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বর্ধিত ভিড় সামাল দিতে মসজিদে হারামের পরিচালনা কার্যক্রম সর্বোচ্চ মাত্রায় বাড়ানো হয়েছে। প্রায় ১১ হাজার কর্মী মসজিদের বিস্তৃত চত্বর ও চলাচলের পথসমূহের ব্যবস্থাপনায় নিযুক্ত রয়েছেন।

এ ছাড়া পরিচ্ছন্নতার জন্য ৪ হাজার কর্মী নিয়োজিত রয়েছেন, যাদের কার্যক্রম তদারকি করছেন ৩৫০ জন সৌদি ব্যবস্থাপক। পরিষ্কার-পরিচ্ছন্নতার মান বজায় রাখতে মসজিদটি প্রতিদিন পাঁচবার পরিষ্কার করা হয়।

বিশালসংখ্যক মুসল্লির চলাচল নির্বিঘ্ন করতে প্রবেশপথ প্রস্তুত রাখা, প্রধান নামাজের স্থানগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে বিশেষ কয়েকটি দল।

-গালফ নিউজ

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত