রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

পদ্মায় ১৬ ঘণ্টায় ২ কোটি ৩৪ লাখ টাকার টোল আদায়

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৩:২০ এএম

ঈদুল ফিতর সামনে রেখে দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুতে ১৬ ঘণ্টায় ২ কোটি ৩৪ লাখ ২২ হাজার ১০০ টাকার টোল আদায় করা হয়েছে। এ সময়ে ১৮ হাজার ৬৯০টি যানবাহন পারাপার হয়েছে সেতু দিয়ে। মঙ্গলবার রাত ১২টা থেকে গতকাল বুধবার বিকেল ৪টা পর্যন্ত সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত মিলে সমুদয় টোল আদায় করা হয়।

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল ম্যানেজার আহমেদ আলী দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৬ ঘণ্টায় সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ১১ হাজার ৫২৬টি ছোট-বড় যানবাহন পার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৫৬ হাজার ৯০০ টাকা। এছাড়া সেতুর জাজিরা প্রান্ত দিয়ে ৭ হাজার ১৬৪টি ছোট বড় যানবাহন পারাপার হয়। এ থেকে ১ কোটি ৪ লাখ ২৫৬ টাকার টোল আদায় করা হয়েছে।

এদিকে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঈদে ঘরমুখো যাত্রী সাধারণের তেমন কোনো চাপ দেখা যায়নি। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পদ্মা সেতুতে যানবাহনের কোনো চাপ চোখে পড়েনি। এতে পদ্মা সেতু হয়ে নির্বিঘেœ পারাপার হচ্ছে দক্ষিণবঙ্গগামী যানবাহন। বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ ঘণ্টায় পদ্মা সেতুর দুই প্রান্ত মিলে ১ কোটি ১৮ লাখ ৫৬ হাজার ৯৫০ টাকার টোল আদায় করা হয়েছে বলে জানিয়েছেন পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত