বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৬:১১ পিএম

মাদারীপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শাওন মোল্লা (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (৬ জুন) দুপুরে টেকেরহাট-শাখারপাড় আঞ্চলিক সড়কে জেলার রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদীর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন একই ইউনিয়নের উমারখালী গ্রামের মামুন মোল্লার ছেলে। এ ঘটনায় নারীসহ বেশ কয়েকজন ইজিবাইক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, মোটরসাইকেল চালিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট থেকে নিজ বাড়ি উমারখালী গ্রামের দিকে যাচ্ছিলেন শাওন। এসময় শংকরদী গ্রামের শংকরদী ব্রিজ এলাকায় আসলে অপরদিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ইজিবাইকটি ছিটকে সড়কের পাশে খালের মধ্যে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থালেই শাওন মারা যায়। এ সময় ইজিবাইকে থাকা নারীসহ কয়েকজন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত