বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

প্লেন বিধ্বস্ত কাঁদছে আহমেদাবাদ

২৯০ জনের মরদেহ উদ্ধার

উড়োজাহাজটিতে ১৬৯ ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের, পর্তুগালের ৭ জন ও কানাডার ১ নাগরিক ছিলেন

শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানসহ বিশ্বনেতারা

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৬:১৬ এএম

ভারতের বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার  দুপুরে গুজরাটের রাজধানী আহমেদাবাদে এ দুর্ঘটনা ঘটে। আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল উড়োজাহাজটির। ভারতের বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরের প্রধান ফয়েজ আহমেদ কিদওয়াই জানিয়েছেন, উড়োজাহাজটিতে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ২৯০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আহমেদাবাদের পুলিশপ্রধান জিএস মালিক জানিয়েছেন, নিহতদের মধ্যে বিমানের যাত্রী ছাড়াও স্থানীয় বাসিন্দা রয়েছেন। পাশাপাশি ৪১ জন হাসপাতালে চিকিৎসাধীন থাকার তথ্যও জানিয়েছেন তিনি। বিমানের যাত্রীদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তার নাম রমেশ বিশ্বাস কুমার। তিনি ব্রিটিশ নাগরিক। দুর্ঘটনায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও নিহত হয়েছেন।

ভয়াবহ এ দুর্ঘটনায় শোকের চাদরে ঢেকে গেছে আহমেদাবাদ। দুর্ঘটনার শিকার পরিবারগুলোর প্রতি শোকবার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিশ্বনেতারা। এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।

বিধ্বস্ত হওয়া বিমানটির ফ্লাইট নাম্বার ছিল এআই ১৭১। উড়োযানটি একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, যার ধারণক্ষমতা ২৫৬ জন। বিধ্বস্ত বিমানটিতে থাকা যাত্রীদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। বিমানটিতে ১৬৯ ভারতীয়, ৫৩ যুক্তরাজ্যের নাগরিক, একজন কানাডা ও সাতজন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি। অন্যদিকে বিমানটির পাইলটদের তথ্য প্রকাশ করেছে ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ। ডিজিসিএকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিমানটির পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল লাইন ট্রেনিং ক্যাপ্টেন (এলটিসি) ছিলেন। তার ৮২০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল এবং তিনি অন্য পাইলটদের প্রশিক্ষণ দিতেন। কো-পাইলটের ১১০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। উড্ডয়নের পরপরই আহমেদাবাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলে (এটিসি) বিপদসংকেত পাঠিয়েছিলেন বিধ্বস্ত বিমানটির পাইলট। এটিসি বলছে, আহমেদাবাদ থেকে স্থানীয় সময় ১টা ৩৯ মিনিটে আকাশে ওড়ে। বিপদ বার্তার পাঠানোর পর থেকে বিমানটি থেকে আর কোনে সাড়া পাওয়া যায়নি।

বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটির ইঞ্জিন টেক-অফের সময় যথেষ্ট গতি পায়নি বলে মনে করছেন উড়োজাহাজ চলাচল বিশেষজ্ঞরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উড়োজাহাজটি ভারত থেকে লন্ডনের পথে ছিল। মাত্র ৬২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর পরই এটি দুর্ঘটনার কবলে পড়ে। ভিডিও বিশ্লেষণে দেখা গেছে, এই মডেলের বিমানটি যাত্রার পর ইঞ্জিনে যথেষ্ট গতি পায়নি। বিশেষজ্ঞরা বলছেন, পাইলটরা উড়োজাহাজটি ওপরে তোলার চেষ্টা করছিলেন, যার জন্য তারা হেলমেট (ইয়ক) টানছিলেন। ভিডিওতে দেখা গেছে ল্যান্ডিং গিয়ারও নিচে ছিল। বিমানটি সর্বোচ্চ ১৭৪ নট গতি পেয়েছিল, যা স্বাভাবিকের থেকে অনেক কম; যা ইঙ্গিত দেয় ইঞ্জিন যথেষ্ট গতি দিতে পারেনি। সাবেক সিনিয়র পাইলট ক্যাপ্টেন সৌরভ ভাটনগর বলেন, টেক-অফ ছিল নিখুঁত কিন্তু ল্যান্ডিং গিয়ার তোলার আগে বিমান নামতে শুরু করে; যা ইঞ্জিনের গতি হারানো ছাড়া সম্ভব নয়। তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

আহমেদাবাদের পুলিশপ্রধান জিএস মালিক বলেন, উড়োজাহাজটির অধিকাংশ যাত্রীরই নিহত হওয়ার সম্ভাবনা বেশি। পাশাপাশি এটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ায় সেখানকার কিছু স্থানীয় মানুষও নিহত হতে পারেন।

বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক হিসেবে আখ্যা দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। গতকাল সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, উদ্ধার কার্যক্রম চলছে। সুনির্দিষ্ট তথ্যের জন্য আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তিনি আরও বলেন, আমরা অনেক মানুষকে হারিয়েছি। যারা প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমরা আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।

আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও নিহত হয়েছেন। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। রুপানি ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৬৮ বছর বয়সী এ রাজনীতিবিদ ক্ষমতাসীন দল বিজেপির একজন সদস্য ছিলেন।

ক্ষতিপূরণ দেবে টাটা গ্রুপ : আহমেদাবাদে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে নিহত প্রত্যেক যাত্রীর পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে এয়ারলাইনটির মালিক প্রতিষ্ঠান টাটা গ্রুপ।

গতকাল এক্সে দেওয়া এক বিবৃতিতে টাটা গ্রুপ জানিয়েছে, নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশের পাশাপাশি আহতদের চিকিৎসা খরচও বহন করা হবে। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মেডিকেল ছাত্রাবাসটি পুনর্গঠনে সহায়তা করবে তারা। বিবৃতিতে বলা হয়, এ মর্মান্তিক মুহূর্তে আমাদের শোকের গভীরতা ভাষায় প্রকাশ করার উপায় নেই। আমরা নিহতদের পরিবারের পাশে আছি এবং ক্ষতিগ্রস্ত সবার পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব সহায়তা দেব।

পুনরায় কার্যক্রম শুরু আহমেদাবাদ বিমানবন্দরের : ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে রওনা করা এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনার পর সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু করা হয়েছে। সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে এ তথ্য জানানো হয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে তারা জানায়, আহমেদাবাদ বিমানবন্দরে সব অপারেশন পুনরায় চালু হয়েছে। পাশাপাশি যাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, সবাই যেন নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ রাখেন এবং বিমানবন্দরের অফিশিয়াল আপডেটের দিকে নজর রাখেন।

উড়োজাহাজ দুর্ঘটনায় শোক প্রকাশ ড. ইউনূসের, মোদিকে বার্তা : ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে পাঠানো এক শোকবার্তায় তিনি এ অনুভূতি প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

শোকবার্তায় ড. ইউনূস বলেন, ‘আহমেদাবাদে ২৪২ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ দুর্ঘটনার শিকার হওয়ার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। এ হৃদয়বিদারক ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের সবার প্রতি আমি গভীর সমবেদনা জানাই।’ তিনি আরও বলেন, ‘এ কঠিন সময়ে আমরা হতাহতদের এবং তাদের পরিবার-পরিজনের পাশে আছি। ভারত সরকার ও জনগণের প্রতি আমাদের আন্তরিক সংহতি জানাই। প্রয়োজনে যেকোনো ধরনের সহায়তা দিতে আমরা প্রস্তুত।’

বার্তার শেষাংশে ড. ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তার সর্বোচ্চ শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।

তারেক রহমানের শোক : আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল এক শোকবার্তায় তিনি বলেন, বিভিন্ন দেশের ২৪২ জন আরোহী নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করা একটি উড়োজাহাজ ভারতের আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক।

তিনি আরও বলেন, যারা এ ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের প্রতি এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। এ শোকের সময়ে আমরা সবাই যেন তাদের পাশে দাঁড়াই এবং তাদের প্রতি আমাদের আন্তরিক প্রার্থনা ও সহানুভূতি নিবেদন করি।

বিশ্বনেতাদের শোক : এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে ‘ভয়াবহ দৃশ্য’ হিসেবে উল্লেখ করে লেখেন, বিমানটিতে অনেক ব্রিটিশ নাগরিক ছিলেন। বিমানটির যাত্রী ও তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। শোক জানিয়েছেন ব্রিটিনের রাজা চার্লস ও রানী ক্যামিলা, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো।

বোয়িং ৭৮৭-৮ এভাবে ভেঙে পড়ার ঘটনা এই প্রথম : আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। যেটির ধারণক্ষমতা ২৫৬ জন। এই দুর্ঘটনার আগে কখনো বোয়িং ৭৮৭ বিমান এভাবে ভেঙে পড়েনি।

নিশ্চিতভাবে বলা যায়, এই ঘটনায় বেশ বড় ধাক্কা খেল বোয়িং। এ দুর্ঘটনার পরে সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনার ব্যাপারে প্রাথমিক রিপোর্ট পেয়েছে এবং আরও তথ্য জানতে চেষ্টা করছে।

প্রায় ১৪ বছর আগে এই মডেলটি বাজারে এনেছিল বোয়িং, আর ছয় সপ্তাহ আগে ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজে ১০০ কোটি যাত্রী বহন করার মাইলফলক অর্জন করে প্রতিষ্ঠানটি।

সেই উপলক্ষে বোয়িং জানিয়েছিল যে, তাদের তৈরি ১১৭৫টি বোয়িং ৭৮৭ বিমান ৫০ লাখ উড়ান অপারেট করেছে, বিমানগুলো আকাশে উড়েছে তিন কোটি ঘণ্টা।

তদন্তে আসছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দল : ভারতে উড়োজাহাজ দুর্ঘটনার তদন্তে সহায়তা করতে আসছে যুক্তরাষ্ট্রের একটি তদন্ত দল। একটি ব্রিটিশ দলকেও তদন্তে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থা। ভারতের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত