শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

কাবরেরার পদত্যাগ চাইলেন বাফুফে কর্তা!

আপডেট : ১৪ জুন ২০২৫, ১২:৩৫ পিএম

সিঙ্গাপুরের কাছে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ হারের পর বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার পরিকল্পনা ও রণকৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। তাকে রীতিমতো বরখাস্ত করার দাবি উঠেছে। এবার একই দাবি জানালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সদস্য ও ন্যাশনাল টিমস কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভুঁইয়া শাহীন।

আজ শনিবার বাফুফে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাখাওয়াত বলেন, ‘আমি ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসেবে ১৮ কোটি মানুষকে মুক্ত করার জন্য হাভিয়ের কাবরেরার পদত্যাগ চাচ্ছি। আমি ন্যাশনাল টিম কমিটির সদস্য হিসেবে কাবরেরাকে কোচের পদ থেকে সরানোর দাবি জানাচ্ছি। ১৮ কোটি মানুষকে মুক্ত করা আমাদের দরকার। ধন্যবাদ।’

সাখাওয়াতের এমন বক্তব্যে উপস্থিত বাফুফের সভাপতি তাবিথ আউয়ালসহ কমিটির অন্য কর্তাদের বিব্রত দেখায়। জাতীয় স্টেডিয়ামে হাফ ডজন প্রবাসী ফুটবলার নিয়েও সিঙ্গাপুরের কাছে হারের থেকেই কাবরেরাকে বরখাস্তের দাবি উঠে আসছে। সেই দাবিকে যেন আরও শক্তিশালী করে তুলল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত