মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

চসিকের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর

আপডেট : ০১ জুন ২০২৪, ০৫:২৫ পিএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছেন প্যানেল মেয়র আফরোজা জহুর। ‘'দ্যা ওয়ার্ল্ড সিটিস সামিট ২০২৪’ এ যোগদান ও ব্যক্তিগত চিকিৎসার জন্য চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী সিঙ্গাপুর যাওয়ায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ দেশ রূপান্তরকে জানান, সিঙ্গাপুরের উদ্দেশ্যে আজ শনিবার (১ জুন) সকাল ১১টায় চট্টগ্রাম থেকে অভ্যন্তরীণ একটি ফ্লাইটে ঢাকায় রওনা হয়েছেন মেয়র রেজাউল করিম চৌধুরী। চসিকের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর, কাউন্সিলর ছালেহ্ আহম্মদ চৌধুরী, আবদুল মান্নান, আতাউল্লাহ চৌধুরী, পুলক খাস্তগীর, সমাজ সেবক সাইফুল করিম চৌধুরী ও চসিকের উধ্র্বতন কর্মকর্তাবৃন্দ তাকে বিদায় জানান। শনিবার রাত ১১টা ৫৫মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।  সিঙ্গাপুর সফর শেষে আগামী ১২ জুন তার দেশে ফেরার কথা রয়েছে মেয়রের।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত