মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

নড়াইলে হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০১:০৭ পিএম

নড়াইল জেলার কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে রফিকুল মোল্যা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে ওই গ্রামের রিকাইল শেখের বাড়ির পেছন থেকে রফিকুলের মরদেহ উদ্ধার করা হয়। রফিকুল কাঞ্চনপুর গ্রামের আজিজুল মোল্যার ছেলে। সম্প্রতি ওই গ্রামে নিহত ফরিদ হত্যা মামলার ১৮ নম্বর আসামি ছিল রফিকুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। কাঞ্চনপুর গ্রামের আফতাব মোল্যা ও মিলন মোল্যা গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ১১ এপ্রিল দুইপক্ষের সংঘর্ষে আফতাব মোল্যা গ্রুপের ফরিদ মোল্যা নিহত হন। এ হত্যা মামলার আসামি রফিকুল মোল্যা পলাতক ছিলেন।

মঙ্গলবার সকালে একই গ্রামের রিকাইল শেখের বাড়ির পেছনে রফিকুলের পা বাধা মরদেহ দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে
মরদেহ উদ্ধার করে। তার পরিবারের অভিযোগ প্রতিপক্ষরা রফিকুলকে ধরে এনে নির্মমভাবে হত্যা করেছে।

কালিয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের একাধিক টিম হত্যাকান্ডের সাথে জড়িতদের সনাক্ত ও আটকের চেষ্টা করছে। এলাকায় পুলিশ ও সেনাবাহিনী টহল
দিচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত